Connect with us

Mofossol

পরিত্যক্ত ভবনে থাকা অসুস্থ বৃদ্ধাকে সুস্থ করে পরিবারে দিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক

Published

on

Thakurgaon

ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ি হাটে উত্তর পাশে একটি পরিত্যক্ত ভবনে (গত ২০ জুন) কাতরাচ্ছিলেন এক অজ্ঞাত বৃদ্ধা নারী। খবর পেয়ে সেই অজ্ঞাত বৃদ্ধা নারীর চিকিৎসা ব্যবস্থা করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

বড় খোচাবাড়ি বাজারে সকলে কেনাবেচা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। অপরদিকে ১৫ দিন ধরে সেই পরিত্যক্ত ভবনে কাতরাচ্ছিলেন সেই বৃদ্ধা।

তার চারপাশ বিকট দুর্গন্ধ হওয়ায় কাছে ভিড়ছিলেননা কেউ। পরে জেলা প্রশাসকের উদ্যোগে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

অবশেষে উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধার পরিচয় মিলেছে। সোমবার (৭ আগষ্ট) ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। ওই বৃদ্ধা ছিলেন হাফিজা বেগম (৫৫)। তিনি নাটোর জেলার সদর থানার গোকুলনগর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

আজ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে ওই বৃদ্ধার স্বামী ও সন্তান শামিমের হাতে তাকে তুলে দেওয়া হয়। এবং একটি এ্যাম্বুলেন্সে করে বিনা খরচে নাটোরে পাঠানো হয় এবং চিকিৎসার জন্য সকল আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
বৃদ্ধাকে গ্রহণ করার সময় কান্নায় আবেগ আপ্লুত হয়ে তার স্বামী শফিকুল ইসলাম এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা প্রশাসককে মানবিক উল্লেখ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

হস্তান্তরেরকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহামেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম, হাসপাতাল সমাজসেবা অফিসার সালেহা খাতুনসহ হাফিজা বেগমের পরিবারের অন্যান্য সদস্যরা।

জেলা প্রশাসকের এমন মানবিকতায় প্রশংসিত হচ্ছেন সবার কাছে। স্থানীয় বাসিন্দা লতিফুর রহমান বলেন, মহিলাটা আমাদের আশপাশের কেউ নন। আমরা বুঝতে পেরেছি তিনি এখানে আছেন। আমরা চেষ্টা করলেও তার কাছে যেতে পারছিলাম না। পরে ডিসি স্যারের লোক এসে নিয়ে যায়। মহিলাটার এখন ভালো চিকিৎসা পেয়ে পুরোপুরিভাবে সুস্থ হয়েছে।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে সেখানে আমাদের প্রতিনিধি পাঠানো হয়। বৃদ্ধা নারীকে আমরা সেই পরিত্যক্ত ভবন থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করিয়েছি। তার চিকিৎসার সকল দায়-দায়িত্ব জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তিনি তার নাম পরিচয় বলতে পারছিলেন না, সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের অফিস থেকে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম, পরিচয় বের করি। পরে তার পরিবারের সদস্যদের খবর দিলে উনারা আজকে এসে তাকে বাড়িতে নিয়ে গেলেন। এতে আমরা অনেক খুশি।

উল্লেখ গত ২০ জুন ঠাকুরাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ী এলাকায় একটি পরিত্যক্ত ভবনে ওই বৃদ্ধার সন্ধান পায় স্থানীয়রা। তার শরীরে দুর্গন্ধ থাকায় স্থানীয়রা কেউ তার কাছে যেতে পারেনি। তিনি প্রায় ১৫ দিন সেখানে অবস্থান করছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানতে পারেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। তিনি তাৎক্ষনিক ওই বৃদ্ধাকে উদ্ধার করে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করার ব্যবস্থা করেন। এ সময় তিনি কোন নাম পরিচয় বলতে পারেননি। অবশেষে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mofossol

কলারোয়ায় জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন

Published

on

কলারোয়ায় মুজিব্বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ভূমিহীন-গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন সহকারী কমিশনার ভূমি মো. রিফাতুল ইসলাম। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. রিফাতুল ইসলাম জানান, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ০৯ আগস্ট ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপজেলাসমূহে সংশ্লিষ্ট এলাকার মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হবে ও খাসজমিসহ গৃহ বরাদ্দপ্রাপ্ত পরিবারের সদস্যগণের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপভোগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূল অনুষ্ঠান উপভোগের পূর্বে সকাল ০৮:৩০টা হতে উপজেলাগুলোতে স্থানীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। গণভবন প্রাপ্ত হতে মূল অনুষ্ঠানটি সকাল ০৯.১৫ মিনিটে শুরু হবে। উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ সময় তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের আয়তাই সারাদেশে জমি ও ঘর নাই (ক শ্রেণির পরিবার) এমন পরিবারকে ২ শতক নিষ্কণ্টক খাসজমি ও একটি মানসম্মত গৃহ প্রদানপূর্বক এই পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উপকারভোগী নির্বাচন, নির্বাচিত উপকারভোগীদের মাঝে খাসজমি বন্দোবস্ত এবং ঘরের গুণগত মান নিশ্চিত করে ইতোমধ্যে সারাদেশে ১ম পর্যায় ২য় পর্যায় ও ৩য় পর্যায়ের ১ম ধাপে গৃহ প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সারাদেশে ১ম পর্যায়ে ৬৩,৯৯৯টি, ২য় পর্যায়ে ৫৩,০০০টি, ৩য় পর্যায়ে ৬৭,৮০০টি এবং ৪র্থ পর্যায়ের ০২টি ধাপে সর্বমোট ৫৩০৬০টি পরিবারের মধ্যে ১ম ধাপে ৩১.১৫৫ টি সহ- মোট ২,১৬,২৮৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন ২ শতক করে খাসজনি ও একটি মানসম্মত ঘর।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে কলারোয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করা হয়। ইতোমধ্যে উপজেলায় ১ম পর্যায়ে ১০০টি, ২য় পর্যায়ে ৪০টি, ৩য় পর্যায়ের ৮০টি এবং ৪র্থ পর্যায়ের ৯৪ ক্রয়কৃত জমি ৬১টিসহ মোট ৩৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে উপজেলার মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Continue Reading

Mofossol

বাসনে পরিচ্ছন্নতা কর্মীকে হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

Published

on

Gazipur

গাজীপুরের পরিচ্ছন্নতা কর্মী দুলাল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও খুনের সাথে জড়িত তিন আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। গত শনিবার (৫ আগস্ট) ডিজাইন এক্সপ্রেস লি. সংলগ্ন সেলিম নামের এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ত জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মো. দুলাল মিয়া(৩৯) নেত্রকোনা জেলার কামালকান্দার থানার চান্দুয়াইল গ্রামের জাফর আলীর ছেলে। তিনি বাসন থানাধীন দক্ষিণ ভোগড়া এলাকায় অবস্থিত ডিজাইন এক্সপ্রেস লি. অফিসে পরিচ্ছন্নতা কর্মীর চাকরি করতেন।

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তিন আসামীকে মঙ্গলবার (৮ আগস্ট) গাজীপুর ও নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কামারগাও গ্রামের মো. দ্বীন ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম সাগর(১৮), সুনামগঞ্জ জেলার সাললা থানার দামপো গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. খোকন মিয়া(২৫), একই জেলার মো. বরজু মিয়ার ছেলে মো. সাব্বির(২৬)। তারা প্রত্যেকেই গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান। তিনি জানান, পূর্ব শত্রুরতার জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়। গত শুক্রবার (৪ আগস্ট) নিহত দুলাল মিয়া দুপুরের খাবারের জন্য ভোগড়া এলাকায় তার ছোট ভাই মাসুমের বাসায় আসেন। সেখান থেকে বের হওয়ার পর নিখোঁজ হন দুলাল। পরে ওইদিন বিকালে ভোগড়া এলাকার ডিজাইন এক্সপ্রেস লিঃ সংলগ্ন সেলিম নামের এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ত জমিতে দুলাল এর অজ্ঞাত মৃতদেহ দেখে প্রশাসনকে খবর দেয় এলাকাবাসী। পরবর্তীতে নিহত দুলালের লাশ সনাক্ত করেন তার ছোট ভাই মো. মাসুম মিয়া। এ ঘটনায় মাসুম মিয়া অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামীদের গ্রেফতারে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় অভিযানে নামে বাসন থানা পুলিশ। সিসি টিভি’র ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে দুলাল হত্যাকান্ডের সাথে জড়িত তিন আসামীকে গাজীপুর ও নেত্রকোনা জেলা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন গ্রেফতারকৃতরা। তারা সবাই মাদকাসক্ত। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আসজাদ, এসি মিডিয়া আসাদুজ্জামান আসাদ, বাসন থানার অফিসার ইনচার্জ মো. আবু সিদ্দিক।

Continue Reading

Mofossol

কুষ্টিয়ায় ফেসবুকে ভিডিও ছড়িয় দেওয়ার হুমকি, স্কুলছাত্রীর আত্মহত্যা

Published

on

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলের ছাদে পাঁচ ছাত্রীর ধূমপানের দৃশ্য ফোনে ভিডিও করেন দুই শিক্ষক। এরপর ওই ছাত্রীদের ডেকে মারধর করার পর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। সে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতানপুর মাহতাবুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় অন্য এক ছাত্রীও নদীতে ঝাঁপ দিয় আত্মহত্যার চেষ্টা করেছেন।
নিহতের মামা জাহিদ হাসান বলন, পাঁচজন ছাত্রী বেলা সাড়ে তিনটার দিকে স্কুলের ছাদে ধূমপান করছিল। সেখানে তার ভাগ্নিও ছিল। তাদের সিগারেট খাওয়ার দৃশ্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাল্টু ও ওয়ালিউর রহমান তাদের ফোনে ভিডিও করেন। পরে ওই ছাত্রীদের অফিস কক্ষে ডেকে মারধর করার পর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা। সেই সঙ্গে টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়াসহ অভিভাবকদের জানানোর ভয় দেখান। এ ঘটনার পর বিদ্যালয় ছুটি হলে তার ভাগ্নি বাড়িতে এসে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

তিনি অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের ভুলকে পুঁজি করে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখানো মোটেই কোনো শিক্ষক সুলভ আচরণ নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও তার ভাগ্নিকে আত্মহত্যার প্ররোচনায় দায়ী শিক্ষকদের কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক লাল্টু বলেন, ছাত্রীদের ধূমপানের দৃশ্য মোবাইলে ভিডিও করার প্রশ্নই আসে না। ধূমপানের ঘটনা শুনে তাদের অফিসে ডেকে বিষয়টি অভিভাবকদের জানানোর কথা বলেছিলাম। পরে বিকেলে শুনেছি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সুলতানপুর মাহতাবুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, তিনি ঘটনার সময়ে বিদ্যালয়ের বাইরে ছিলেন। বিকাল সাড় পাঁচটার দিকে ঘটনাটি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Continue Reading

Trending